
রবিবার ০৪ মে ২০২৫
শ্রেয়সী পাল: কলেজে আসার পর ছাত্রীদের গতিবিধি 'ট্র্যাক' করা এবং তাঁরা যাতে নিয়মিত ক্লাস করেন তা সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে বুধবার একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করল বহরমপুরের গার্লস কলেজ কর্তৃপক্ষ। বিজিসি কলেজ ম্যানেজমেন্ট অ্যাপ নামের এই মোবাইল ফোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে কলেজ কর্তৃপক্ষ একদিকে যেমন কলেজের ছাত্রী, কর্মী এবং শিক্ষকদের সম্পর্কে যাবতীয় তথ্য মাউসের এক ক্লিকে পেয়ে যাবেন, তেমনই ছাত্রীদের অভিভাবক জানতে পারবেন তাদের মেয়েরা কলেজে গিয়ে ক্লাস রুম এবং লাইব্রেরীতে কতটা সময় কাটিয়েছেন। আর কতটা সময় গল্প গুজব করে ক্লাসের বাইরে কাটিয়েছেন।
বুধবার অভিনব এই মোবাইল অ্যাপ্লিকেশনটি উদ্বোধন করে কলেজের অধ্যক্ষ্যা হেনা সিনহা বলেন, বিজিসি কলেজ ম্যানেজমেন্ট অ্যাপ তৈরির মূল উদ্দেশ্য কলেজের ছাত্রী, শিক্ষক এবং অশিক্ষক কর্মীদেরকে নিয়ে একটি ডেটা ব্যাঙ্ক তৈরি করা। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলে জানতে পারা যাবে কোন ছাত্রী কখন কলেজে ঢুকল, কোন সময় সে কোন ক্লাস করল, কত সময় সে লাইব্রেরীতে কাটাল -সহ একাধিক তথ্য। কোনও ছাত্রী কলেজে ঢোকার পর ক্লাস না করে অন্যত্র বসে থাকলে তার পরিবারের লোকেরাও সেটি জেনে যাবেন। এর পাশাপাশি বাড়ি থেকে বেরিয়ে কলেজে না এলেও সেই তথ্য ছাত্রীর পরিবারের কাছে পৌঁছে যাবে।
কলেজ এবং ছাত্রীদের নিয়ে কোনও অভিযোগ থাকলে অভিভাবকেরা এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে অনলাইনেও তাদের মতামত জানাতে পারবেন বলে অধ্যক্ষ্যা জানিয়েছেন।
কলেজ সূত্রের খবর, এই অ্যাপটি চালু হওয়ার পর প্রত্যেক ছাত্রীকে এখন থেকে একটি বিশেষ ধরনের আইডি কার্ড সবসময় পড়ে থাকতে হবে। কলেজে ঢোকার সময় আইডি কার্ডটি 'পাঞ্চ' করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পৌঁছে যাবে পরিবারের লোকেদের কাছে। তাঁরা জানবেন তাদের মেয়ে কলেজে ঢুকেছে কিনা। এর পাশাপাশি কলেজে ঢোকার পর কোনও নির্দিষ্ট ক্লাসে ছাত্রী অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট ক্লাসের শিক্ষক বা শিক্ষিকারাও জেনে যাবেন কোন ছাত্রী কলেজে উপস্থিত থেকেও ক্লাসে আসেনি।
স্নেহা ঘোষ নামে কলেজের এক পঞ্চম সেমিস্টারের ছাত্রী বলেন, কেবলমাত্র মহিলাদের জন্য এই কলেজটি হওয়ায় আমাদের পরিবারের লোকেরা বিশেষ কিছু নিরাপত্তা অবশ্যই আশা করেন। এই অ্যাপটি চালু হওয়ায় বাড়ির লোকেরা এখন অনেকটাই নিরাপদ বোধ করবেন। এর পাশাপাশি এই অ্যাপ থেকে জানতে পেরে যাব কোনও সিলেবাসের বিশেষ কোনও অংশের পড়া কোন শিক্ষক কবে পড়াবেন। তার ফলে পড়াশোনার প্রস্তুতিতে সুবিধা হবে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী